কুবারনেটিস ডাউনলোড করুন

কুবারনেটিস প্রতিটি উপাদানের জন্য বাইনারি পাঠায় সেইসাথে একটি ক্লাস্টারের সাথে বুটস্ট্র্যাপ বা ইন্টারঅ্যাক্ট (interact) করার জন্য ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনগুলোর একটি আদর্শ সেটও পাঠায়। এপিআই সার্ভারের মতো উপাদানগুলো একটি ক্লাস্টারের ভিতরে কন্টেইনার ইমেজগুলোর মধ্যে চলতে সক্ষম। সেই উপাদানগুলো অফিসিয়াল রিলিজ প্রক্রিয়ার অংশ হিসাবে কন্টেইনার ইমেজেও পাঠানো হয়। সমস্ত বাইনারি এবং সেইসাথে কন্টেইনার ইমেজ একাধিক অপারেটিং সিস্টেমের পাশাপাশি একাধিক হার্ডওয়্যার আর্কিটেকচারের জন্য উপলব্ধ (available)।

kubectl

কুবারনেটিস কমান্ড-লাইন টুল, kubectl, আপনাকে কুবারনেটিস ক্লাস্টারগুলোর বিপরীতে কমান্ড চালানোর অনুমতি দেয়।

আপনি অ্যাপ্লিকেশন স্থাপন(deploy) করতে, ক্লাস্টার রিসোর্স পরিদর্শন ও পরিচালনা করতে এবং লগ দেখতে kubectl ব্যবহার করতে পারেন। kubectl অপারেশনগুলোর একটি সম্পূর্ণ তালিকা সহ আরও তথ্যের জন্য, kubectl রেফারেন্স ডকুমেন্টেশন দেখুন।

kubectl বিভিন্ন লিনাক্স প্ল্যাটফর্ম, ম্যাকওস এবং উইন্ডোজে ইনস্টলযোগ্য। নীচে আপনার পছন্দের অপারেটিং সিস্টেম খুঁজুন।

কন্টেইনার ইমেজ

সমস্ত কুবারনেটিস কন্টেইনার ছবি registry.k8s.io কন্টেইনার ইমেজ রেজিস্ট্রিতে স্থাপন করা হয় ।

কন্টেইনার ইমেজসাপোর্টেড আর্কিটেকচার
registry.k8s.io/kube-apiserver:v1.30.0amd64, arm, arm64, ppc64le, s390x
registry.k8s.io/kube-controller-manager:v1.30.0amd64, arm, arm64, ppc64le, s390x
registry.k8s.io/kube-proxy:v1.30.0amd64, arm, arm64, ppc64le, s390x
registry.k8s.io/kube-scheduler:v1.30.0amd64, arm, arm64, ppc64le, s390x
registry.k8s.io/conformance:v1.30.0amd64, arm, arm64, ppc64le, s390x

কন্টেইনার ইমেজ আর্কিটেকচার

সমস্ত কন্টেইনার ইমেজ একাধিক আর্কিটেকচারের জন্য উপলব্ধ, যেখানে কন্টেইনার রানটাইম অন্তর্নিহিত প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে সঠিকটি বেছে নেওয়া উচিত। কন্টেইনার ইমেজ নামের প্রত্যয়যোগ একটি ডেডিকেটেড আর্কিটেকচারও নেওয়া সম্ভব, উদাহরণস্বরূপ registry.k8s.io/kube-apiserver-arm64:v1.30.0

কন্টেইনার ইমেজ স্বাক্ষর

ফিচার স্টেট: কুবারনেটিস v1.26 [beta]

কুবারনেটিস 1.30 এর জন্য, কন্টেইনার ইমেজগুলো sigstore স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষরিত হয়:

কুবারনেটিস প্রজেক্ট SPDX 2.3 ফরম্যাটে স্বাক্ষরিত কুবারনেটিস কন্টেইনার ইমেজের একটি তালিকা প্রকাশ করে। আপনি এই তালিকাটি আনতে ব্যবহার করতে পারেন:

curl -Ls "https://sbom.k8s.io/$(curl -Ls https://dl.k8s.io/release/stable.txt)/release" | grep "SPDXID: SPDXRef-Package-registry.k8s.io" |  grep -v sha256 | cut -d- -f3- | sed 's/-/\//' | sed 's/-v1/:v1/'

কুবারনেটিস মূল উপাদানগুলোর স্বাক্ষরিত কন্টেইনার ইমেজগুলো ম্যানুয়ালি যাচাই করতে, স্বাক্ষরিত কন্টেইনার ইমেজগুলো যাচাই করুন।

আপনি যদি একটি নির্দিষ্ট আর্কিটেকচারের জন্য একটি কন্টেইনার ইমেজ নেন, তাহলে একক-আর্কিটেকচার ইমেজটি মাল্টি-আর্কিটেকচার ম্যানিফেস্ট তালিকার মতোই সাইন ইন করা হয়।

বাইনারি

আপনি চেঞ্জলগ ফাইলগুলিতে কুবারনেটিস উপাদান (এবং তাদের চেকসাম) ডাউনলোড করার লিঙ্কগুলি খুঁজে পেতে পারেন। বিকল্পভাবে, ভার্সন এবং আর্কিটেকচার দ্বারা ফিল্টার করতে downloadkubernetes.com ব্যবহার করুন।

সর্বশেষ পরিবর্তিত May 12, 2024 at 1:23 PM PST: Fixing shortcode in download.md (#46333) (5326ca6e71)