কুবারনেটিস হলো একটি ওপেন সোর্স কন্টেইনার অর্কেস্ট্রেশন ইঞ্জিন যাতে কন্টেইনারাইজড অ্যাপ্লিকেশনের ডিপ্লয়মেন্ট, স্কেলিং এবং ম্যানেজমেন্ট করা যায়। ওপেন সোর্স প্রকল্পটি Cloud Native Computing Foundation (CNCF) দ্বারা হোস্ট করা হয়।


কুবারনেটিস বুঝুন

কুবারনেটিস এবং এর মৌলিক ধারণা সম্পর্কে জানুন।

কুবারনেটিস ব্যাবহার করুন

কুবারনেটিস এ অ্যাপ্লিকেশন কিভাবে স্থাপন করতে হয় তা শিখতে টিউটোরিয়াল অনুসরণ করুন।

একটি K8s ক্লাস্টার সেট আপ করুন

আপনার রিসোর্স এবং প্রয়োজনের উপর ভিত্তি করে কুবারনেটিস চালান।

কুবারনেটিস কীভাবে ব্যবহার করবেন তা শিখুন

সাধারণ টাস্কগুলো এবং পদক্ষেপগুলোর একটি সংক্ষিপ্ত ক্রম ব্যবহার করে কীভাবে সেগুলো সম্পাদন করা যায় দেখুন ।

রেফারেন্স তথ্য দেখুন

পরিভাষা, কমান্ড লাইন সিনট্যাক্স, API রিসোর্স প্রকার এবং সেটআপ টুল ডকুমেন্টেশন ব্রাউজ করুন।

কুবারনেটিসে অবদান

আপনি কিভাবে কুবারনেটিসে আরও ভাল করতে সাহায্য করতে পারেন তা খুঁজে বের করুন।

    প্রশিক্ষণ

    কুবারনেটিসে সার্টিফাইড হন এবং আপনার ক্লাউড নেটিভ প্রকল্পগুলিকে সফল করুন!

      কুবারনেটিস ডাউনলোড করুন

      কুবারনেটিস ইনস্টল করুন বা নতুন সংস্করণে আপগ্রেড করুন।

        ডকুমেন্টেশন সম্পর্কে

        এই ওয়েবসাইটটিতে কুবারনেটিসের বর্তমান এবং পূর্ববর্তী 4 সংস্করণের ডকুমেন্টেশন রয়েছে।

          সর্বশেষ পরিবর্তিত May 05, 2024 at 2:09 PM PST: Update docs/home/_index.md (a53b8c2e8d)